কঠিন হৃদয়
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - বিরহ কাব্য ২৭-০৪-২০২৪

আমি শত শহস্র ভালোবাসা খুজেছি
সীমাহীন দিগন্তে হেটেছি বহুবার,
আমি আকাশের নীল চৌকাঠ পেরিয়ে-
পৃথিবীর শেষ প্রান্তে প্রেম দিয়েছি।
পাহাড়ের চুড়ায় আর নীল সাগরে
বিস্তৃত বনভূমি উজাড় করেছি,
আমি পারিনি তোমার মনে প্রবেশ করতে-
আমি পারিনি তোমার বুকে মাথা রেখে মরতে।
অগোছালো এলোমেলো পথের বাকে
হিমেল হাওয়া আর ঝাঁপসা কুয়াশায় প্রেম খুজেছি,
কন্টক ঘেরা অগ্নি লাভায় জ্বলেছি"
আমি বুকে বেধেছি তারকার চেয়ে বড় পাথর-
তবু তোমার বুকে পাইনি আশ্রয়।
চৈত্রের তাপদাহে বুক চিরিয়ে কেঁদেছি
মাঘের বরফ হওয়া হিমবাহে জমেছি,
আসমানের উচু থেকে জমিনে পরেছি -
তবু শীতল হয়নি তোমার হৃদয়।
আমি বেদনার নীলে রক্তাক্ত
মৃত্যু ছুয়ে যায় নিথর দেহ,
তুমি কঠিন হয়েছো এতটাই-
তোমার বুকে হলোনা আমার ঠাই।
১৫/১২/২০১৯
১২ঃ২০ দুপুর

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।